• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বিনামূল্যে ৪শ’ রোগী পেলো চিকিৎসা সেবা

  • ''
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২৪

মাদারীপুর:

মাদারীপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে ৪শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত সোমবার দিনব্যাপী চরমুগরিয়া আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেসরকারি এনজিও আশা’র আয়োজনে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সের সমন্বয়ে এতে ব্যবস্থাপত্র প্রদান, রক্ত পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা, ফিজিওথেরাপীসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। পরে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেয়াই মূল্য লক্ষ্য বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তরা। অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আশাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বেপারী, চরমুগরিয়া আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার ডা. কাবিরা বানী, আশা অফিসের মাদারীপুর জেলা শাখার সিনিয়র ব্যবস্থাপক গনেশ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাজাহারুল ইসলাম মামুনসহ অনেকেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads